কম ইন্টারনেট স্পীডেও টিউন করুন যেকোন অনলাইন রেডিও স্টেশন

-->
আমরা যারা গ্রামে বা প্রত্যন্ত এলাকায় থাকি তাদের পাশাপাশি যারা বিদেশে থাকেন তারা সাধারন এফ.এম. রেডিও শোনার সুবিধা থেকেবঞ্চিত হন। একটি সফটওয়্যারের সাহায্যে ( ইন্সটল করা ছাড়াই ) আপনি ইন্টারনেটের মাধ্যমে রেডিও শুনতে পারবেন কম স্পীডেও। আমি ৮-৯ KB/s স্পীডেও কোন সমস্যা ছাড়া শুনুন


বাংলাদেশের রেডিও শোনার জন্যঃ

বাংলাদেশের রেডিওগুলো শোনার জন্য
১। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
২। exe ফাইলটির উপর ক্লিক করলে নিচের ছবির মতো একটি উইন্ডো ওপেন হবে।

৩। রেডিওর লিস্ট থেকে যে রেডিও শুনতে চান সেই রেডিও সিলেক্ট করুন (আমি রেডিও গুনগুন সিলেক্ট করলাম) । এরপর connecting to media file.. দেখাবে ( চিত্রের মত )

৪। এরপর buffering শুরু হবে ( চিত্রে ২% দেখাচ্ছে )। ১০০% কমপ্লিট হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। ১০০% কমপ্লিট হয়ে গেলে রেডিও শুনতে পাবেন।

উপভোগ করুন বাংলাদেশী এফ.এম. রেডিও।
যে কোন রেডিও শোনার জন্যঃ
এই সফটওয়্যারের সাহায্যে আপনি যে কোন রেডিও শুনতে পারবেন । উপরের মত নিয়মেই চলবে, কিন্তু এখানে ইচ্ছা করলে আপনি চ্যানেলের সংখ্যা বাড়াতে কমাতে পারবেন। কিভাবে চ্যানেলের সংখ্যা বাড়াবেন তা নিচে দেওয়া হলোঃ
ফোল্ডারের ভেতরের নোটপ্যাডটি ওপেন করুন। এরপর যে ফরমাটে রেডিও এবং তার ঠিকানা দেওয়া আছে সেরকমভাবে সেখানে নতুন যে রেডিও যোগ করতে চান তার নাম এবং এড্রেস যোগ করতে পারেন। আর এত ঝামেলা না করতে চাইলে দরকার নাই। বাংলাদেশী রেডিও শোনার জন্য ১ম সফটওয়্যারটি ব্যবহার করবেন আর বিদেশী রেডিও শোনার জন্য ২য় টি। ব্যস। ঝামেলা শেষ। উপভোগ করুন রেডিও।
Source: bigganprojukti.com/post-id/author/ronyiut

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন