যখন উত্তাপ ক্রমশ নিভে আসে, আর পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে,
এবং পশুদের চিত্তে নেমে আসে রাজহংসীর নিরবতা,
যখন আকাঙ্খার অস্থিরতায় এই রাত্রি আবর্তনশীল, আর
বাতাস এসে দোলায় এই বিপুল তরঙ্গকে–
তখন অনুভব করি, পুড়ে যাই, ভেঙ্গে পড়ি, আমি কাঁদি ; কিন্তু সে আমাকে শুনে না,
বরং এক অবিভাজ্য সখ্যতায় থেকে যায় পরিবর্তনহীন
সারারাত তাকে আমি দেখি, এবং পূর্বের মতোই
কোনো এক দূরবর্তী আনন্দে সে নেয় তার নিঃশ্বাস-প্রশ্বাস ।
জলের প্রবাহ বলে কোনো এক দ্বৈরথের কথা, যদিও সে একই বসন্ত–
কঠোর এবং মধুর–
আমার প্রিয়তমা কি সেই একই দ্বিত্বতায় আচ্ছাদিত ?
একই দিনের গভীরে কতো সহস্রবার
বাস্তবতায় মরে গিয়ে আমি বিস্মিত, এবং
আবার জেগে উঠি সে একই অভাবিত বিস্ময়ে ।
এবং পশুদের চিত্তে নেমে আসে রাজহংসীর নিরবতা,
যখন আকাঙ্খার অস্থিরতায় এই রাত্রি আবর্তনশীল, আর
বাতাস এসে দোলায় এই বিপুল তরঙ্গকে–
তখন অনুভব করি, পুড়ে যাই, ভেঙ্গে পড়ি, আমি কাঁদি ; কিন্তু সে আমাকে শুনে না,
বরং এক অবিভাজ্য সখ্যতায় থেকে যায় পরিবর্তনহীন
সারারাত তাকে আমি দেখি, এবং পূর্বের মতোই
কোনো এক দূরবর্তী আনন্দে সে নেয় তার নিঃশ্বাস-প্রশ্বাস ।
জলের প্রবাহ বলে কোনো এক দ্বৈরথের কথা, যদিও সে একই বসন্ত–
কঠোর এবং মধুর–
আমার প্রিয়তমা কি সেই একই দ্বিত্বতায় আচ্ছাদিত ?
একই দিনের গভীরে কতো সহস্রবার
বাস্তবতায় মরে গিয়ে আমি বিস্মিত, এবং
আবার জেগে উঠি সে একই অভাবিত বিস্ময়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন