মৃত্যুর পরও পাশে থাকবে গুগল



মৃত্যুর পর সহায়-সম্পত্তির কী হবে—এ ভাবনা যুগ যুগ ধরেই প্রায় সব মানুষের। এ যুগে ছবি, ব্যক্তিগত তথ্য, ই-মেইল ঠিকানা—এসবও খুব গুরুত্বপূর্ণ সম্পদ। তাই মৃত্যুর পর এসবেরও একটা হাল করে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে গুগল। টাকা-পয়সা যার নেই, তার কষ্ট হয়তো অনেক; তবে ‘কার জন্য রেখে যাব, মরে গেলে কে পাবে’—
এসব নিয়ে ভেবে হয়রান হওয়ার যন্ত্রণা অন্তত তার নেই। যাদের আছে, তারা আগেভাগেই দলিল, পাওয়ার অব অ্যাটর্নি, আরও কত কী করে যান। গুগলও এবার সে ব্যবস্থা করছে। তাদের ‘ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার’-এর মাধ্যমে মানুষ চাইলে গুগল ড্রাইভ, জিমেইল, ইউটিউব বা গুগল প্লাস থেকে নিজের সব ছবি এবং গুরুত্বপূর্ণ তথ্য কারও জন্য রেখে যেতে পারবে। খুব সহজেই হয়ে যাবে কাজটা। আগে শুধু ঠিক করতে হবে মৃত্যুর পর কাকে দিতে চান এই অধিকার। সে অনুযায়ী গুগলকে জানালেই হলো। অবশ্য কেউ তো মৃত্যুর ঠিক আগে গুগলকে বলতে পারবে না—‘আমি এক মিনিট পর মারা যাচ্ছি।’ তাই জানাতে হবে আপনার অ্যাকাউন্ট আপনি টানা কতদিন ব্যবহার না করলে গুগল আপনাকে ‘প্রয়াত’ ধরে নিয়ে কাজ শুরু করতে পারে। ছয় মাস বলুন বা ছয় বছর—যেদিন আপনার স্থির করা সময়সীমা শেষ হবে, তার পরদিনই আপনার ইচ্ছেমত ছবি আর তথ্য চলে যাবে নির্ধারিত ব্যক্তি বা ব্যক্তিদের অ্যাকাউন্টে।
কেউ যদি মৃত্যুর পর অ্যাকাউন্টই না রাখতে চান, তবে তাই হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে গুগলই বন্ধ করে দেবে অ্যাকাউন্ট। সেটাও ভালো, কি বলেন! অ্যাকাউন্ট ‘হ্যাক করে’ আজকাল যা সব করা হচ্ছে, তা দেখে কে চাইবে মৃত্যুর পরও বাজে কিছু লোকের কাছে নিজের মান-সম্মান রেখে যেতে?

সূত্র: http://www.amardeshonline.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন