আজ আমি আলোচনা করব কিভাবে windows 7
ইন্সটল করতে হয় । হয়ত এটা সবারই জানা কিন্তু যারা না জানেন বা এই বিষয়ে
অল্প জ্ঞান রাখেন তারা খেয়াল করুন।
প্রথমে উইন্ডোজের সিডি/ডিভিডি সিডি/ডিভিডি রম/রাইটার এ প্রবেশ করান এরপর পিসি রিস্টার্ট দিন।চালু হবার সময় press any key to boot from cd/dvd..... এই রকম একটি লেখা আসবে ।
অনেক সময় এই লেখাটি আসে না এর কারণ হতে পারে বুট মেন্যুতে সমস্যা বা।সিডি/ডিভিডি রম/রাইটারের সমস্যা।বুট মেন্যু সমস্যার ক্ষেত্রে মাদারবোর্ডের বুট সেটআপ চেক করুন।কিভাবে করবেন? কম্পিউটার চালুর সময় দেখবেন F11,F12, DEL এই জাতীয় কিছু লেখা দেখা যায়। এখানেই আছে আপনার বুট মেন্যু। দেখে নিন কোনটায় বুট মেন্যু আর কোনটায় বায়স সেটআপ লেখা আছে।বুট মেন্যু সিলেক্ট করুন।খেয়াল করুন বুট মেন্যুতে first boot/boot from অপশনটিতে কি আছে।যাই থাকুক আপনি সিডি/ডিভিডি রম/রাইটার, আপনার যেটা আছে সেটা সিলেক্ট করে দিন।বুট সংক্রান্ত সমস্যা সমাধান হয়ে গেল।এরপর ও যদি press any key to boot from cd/dvd.....লেখাটি না আসে তবে আপনার রম বা রইটার এবং সিডি/ডিভিডি চেক করুন।সব ওকে হয়ে গেলে কম্পিউটারযে রিস্টার্ট নিয়ে চালু হবার সময়any key to boot from cd/dvd..... লেখাটি আসলে যে কোন একটি কি চাপুন।
এরপর নিচের ছবিগুলো ধারাবাহিক ভাবে অনুসরন করুন
চিত্র-১
চিত্র-২
চিত্র-৩
NEXT চাপুন
চিত্র-৪
Install Now এ ক্লিক করুন
চিত্র-৫
চিত্র-৬
চিত্র-৯
এখানে লক্ষ্য করুন delete এবং format নামে দুটি অপশন আছে।আপনি যে ড্রাইভে windows 7 সেটাপ দিতে চান সেটি ফরম্যাট করুন ডিলিট নয়।ডিলিট করলে অপ্রয়োজনীয় একটি ড্রাইভ সৃষ্টি হতে পারে।
এরপর NEXT চাপুন
চিত্র-১০
চিত্র-১২
চিত্র-১৩
চিত্র-১৬
চিত্র-১৭
চিত্র-১৮
চিত্র-১৯
চিত্র-২০
আপনার নাম লিখুন।
চিত্র-২১
চিত্র-২২
চিত্র-২৩
চিত্র-২৪
চিত্র-২৫
চিত্র-২৬
চিত্র-২৮
অনেকেই প্রশ্ন করেন windows install করলে কি ভাইরাস দূরে হয়ে যায়? না দূর হয় না। ভাইরাস দূর করতেwindows installদেয়ার পর কোন ড্রাইভ ওপেন করবেন না।টাস্ক ম্যানেজার ওপেন করে অ্যান্টিভাইরাস সেটাপ দিন তারপর পুরো সিস্টেম স্ক্যান করুন।বুঝতে সমস্যা হলে দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন